×

শিক্ষা

ঢাবিতে গণপিটুনি

নিহত তোফাজ্জল প্রেমঘটিত কারণে ছিলেন ভারসাম্যহীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

নিহত তোফাজ্জল প্রেমঘটিত কারণে ছিলেন ভারসাম্যহীন

ছবি: সংগৃহীত

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন, তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

জানা যায়, তোফাজ্জল প্রেমঘটিত কারণে মানসিক ভারসাম্য হারান। তিনি পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। তিনি তোফাজ্জলের কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, ‘এই ছেলেটির নাম তোফাজ্জল। আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল ছিলেন একজন সজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছাত্রনেতা। তবে ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি ঘটনায় মানসিক ভারসাম্য হারান। তার পরিবারের সদস্যরাও মৃত্যুবরণ করেন, যার ফলে তিনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারান।’

তিনি উল্লেখ করেন, তোফাজ্জল গত ৩-৪ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন এবং স্থানীয়রা তাকে সহযোগিতা করতেন। ইমরান জানান, হয়তো খাবারের সন্ধানে তিনি এফএইচ হলে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে মারধর করা হয়।

ইমরান বলেন, ‘২ ঘণ্টার মধ্যে ফেসবুকে দেখি তোফাজ্জল এফএইচ হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গিয়েছে। আহা ঢাকা বিশ্ববিদ্যালয়! ছাত্র নামধারী বিবেকহীন নরপিশাচদের জন্য একটি নিরপরাধ প্রাণ চলে গেলো, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হলো!’

তিনি হত্যার ঘটনায় আইনি প্রক্রিয়ায় লড়ার কথা উল্লেখ করে বলেন, ‘তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মতো ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়বো।’

আরো পড়ুন: ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং হলের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App