জবি বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব মোছাদ্দির

জবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুল্লাহ সৌরভ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো. মোছাদ্দির।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তামজীদ ইমাম অর্নব এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রিমন খান, অপূর্ব কৃষ্ণ, সাজাদুল ইসলাম, তানভীরুল ইসলাম, সাজু সরকার, নূর নাহার ও সামিউজ্জোহা সাকিবকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সুলতান মাহমুদ শুভ, সাজ্জাদুর রহমান, মশিউর রহমান, মিশাদ রহমান, ইশরাত জাহান বর্ন, আতিউর রহমান, নাজমুস সাদাত, আবদুল্লাহ আল মুকিত, জুনায়েদ হাসান, হাবিবুর রহমান, ফেরদাউস শেখ, মাহমুদ হাসান, অগ্রদ্রুতি আদি, আব্দুর রহমান, রাকিব হাসান, নওয়াজ শরিফ ও স্বর্গ।
আরো পড়ুন: ডিবি হারুন আমাকে ফাঁসিয়ে দিয়েছে: ডা. সাবরিনা
এর আগে, উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।