এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত
আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।
এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে অক্টোবরের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছিল। মাঝপথে পরীক্ষা বন্ধ হওয়ায় আগের সিদ্ধান্ত অনুযায়ী এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে।
এবার পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলা আন্দোলন ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ছাড়াও ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল।
গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়া হয়। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয়।