×

শিক্ষা

ইউসিবিতে নতুন ইউকে ডিগ্রি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

ইউসিবিতে নতুন ইউকে ডিগ্রি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

   

ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউসিএলএএন) একমাত্র অংশীদার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ইউকে ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে ইউসিএলএএন বিজনেস এবং মার্কেটিং ডিগ্রি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে তিন বছর মেয়াদী প্রোগ্রামে পূর্ণাঙ্গ ইউকে অনার্স ডিগ্রি প্রদান করছে ইউসিবি। এইচএসসি, আইবি, বা এ-লেভেল সম্পন্নকারী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগামী ১০ দিন পর্যন্ত চালু থাকবে।

ইউসিবি ক্যাম্পাসে আয়োজিত এই ওরিয়েন্টেশনে ইউসিএলএএন এবং ইউসিবি’র দক্ষ ও অভিজ্ঞ একাডেমিকেরা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউসিএলএএনের স্কুল অফ বিজনেসের ডিজিটাল মার্কেটিং বিভাগের লেকচারার শাবাজ আলী মাহমুদ, ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল এবং একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেন।

ইউসিএলএএনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের সমমানের পূর্ণাঙ্গ ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। যুক্তরাজ্যের শিক্ষার্থীদের পড়ানো প্রোগ্রামের মান সরাসরি অনুসরণ করে দেশে এই ডিগ্রির পাঠ্যক্রম, শিক্ষা উপকরণ এবং মূল্যায়ন পদ্ধতি ইউসিএলএএনের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। ইউসিবি থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শিক্ষার্থীদের সনদের অনুরূপ ইউসিএলএএন ডিগ্রি সনদ পাবেন। এছাড়া, স্নাতক সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনেরও সুযোগ পাবেন।

আয়োজনে উদ্বোধনী বক্তব্যে ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ‘ইউসিএলএএনের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববাজারে অপার সম্ভাবনার দরজা খুলে দেবে। আমরা শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করতে কাজ করে যাচ্ছি। এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় দেশের মেধাবী শিক্ষার্থীরা এখন ঢাকায় বসেই আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন করতে পারবেন’।

আরো পড়ুন: জবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি

ইউসিএলএএনের স্কুল অফ বিজনেসের লেকচারার শাবাজ আলি মাহমুদ বলেন, ‘ইউসিবি’র অধীনে ইউসিএলএএন ডিগ্রি প্রোগ্রামটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঘরে বসে সম্মানজনক ইউকে ডিগ্রি অর্জনের চমৎকার সুযোগ দিচ্ছে। শিক্ষার্থীদের সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করার নীতিতে সবসময়ই বিশ্বাস করে ইউসিএলএএন এবং আমরা তাদের চাকরি বাজারের সেরা সুযোগগুলোর জন্য প্রস্তুত করে তুলতে কাজ করছি’।

অনুষ্ঠানে ইউসিবির ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য একাডেমিক নীতিমালাগুলো বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের সামনে ইউসিবি’র অনন্য প্রাতিষ্ঠানিক ও সামাজিক সুবিধাগুলো তুলে ধরেন স্টুডেন্ট সাপোর্ট হেড মারজিয়া আল-হাকিম। অভিভাবকদের জন্য বিশেষ সেশনে প্রফেসর হিউ এবং প্যারেন্ট এনগেজমেন্ট এক্সিকিউটিভ সামিয়া সালাম শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

ইউসিএলএএনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিন বছরের ব্যাচেলর অফ সায়েন্স অনার্স ডিগ্রির উপর ভিত্তি করে ইউসিবির এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। আন্তর্জাতিকীকরণ ও অন্তর্ভুক্তির শ্রেষ্ঠত্বের জন্য প্রোগ্রামটি ৫ কিউএস স্টার (এক্সেলেন্ট) অর্জন করেছে। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ইউসিএলএএনকে বিশ্বের শীর্ষ ৭% বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান দিয়েছে।

এইচএসসি (বিজ্ঞান, ব্যবসা বা মানবিক), আইবি, এ-লেভেল বা আন্তর্জাতিক ফাউন্ডেশন প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীরা ইউসিবি’র অধীনে ইউসিএলএএন ডিগ্রি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://ucbbd.org/ অথবা ০১৮৮৬-৩৩৩২২২ এই নম্বরে কল দিয়েও জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App