ঢাবির পরিবেশ সংস্কারে সিটি প্রশাসককে স্মারকলিপি প্রদান

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবেশসহ নানাবিধ সংস্কার করতে পাঁচ দফা দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারসহ অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরের সড়কে পর্যাপ্ত পরিমাণ সড়ক বাতি স্থাপনসহ গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানাবিধ সমস্যায় জর্জরিত। এ সকল সমস্যা সমাধামে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আরো পড়ুন: ৪৭তম বিসিএসের আবেদন শুরু, তারিখ জানা গেল
স্মারকলিপিতে ৫টি সংস্কারের কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময় উপযোগী সংস্কার; ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন; দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট- কাজী মোতাহের হোসেন ভবন- শহীদ মিনার, ফজলুল হক মুসলিম হল- কবি সুফিয়া কামাল হল, শহীদুল্লাহ্ হল, কার্জন হল, মোকাররম ভবন- কেন্দ্রীয় খেলার মাঠ, ফুলের দোকান-জাদুঘর, রাজু ভাস্কর্য ক্রসরোডে, মসজিদ- সোহরাওয়ার্দী উদ্যান, ভিসি চত্বর-মল চত্বরে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন; ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন; রাত্রিকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক সড়ক বাতি স্থাপন।