×

শিক্ষা

১১ শিক্ষা বোর্ডে আসছে নতুন মুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

১১ শিক্ষা বোর্ডে আসছে নতুন মুখ

দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

   

দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে; যার মধ্যে ঢাকা, সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শূন্য পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ দিকে থাকার তথ্য দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে ৯টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে চলতি মাসের প্রথমার্ধে প্রেষণে পদায়নে মন্ত্রণালয়ে প্রস্তুতি চলার কথা বলেছেন তারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (কলেজ অনুবিভাগ) যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, “দেশের সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এ লক্ষ্যে কাজ চলছে।”

বর্তমানে ঢাকা, সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য। বোর্ডগুলোর চেয়ারম্যানরা অবসরে গিয়েছেন। আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের।

আরো পড়ুন: নতুন পাঠ্যবইয়ে শহীদের তালিকায় অজ্ঞাত ব্যক্তির নাম

যুগ্ম সচিব নুরুজ্জামান আরো বলেন, “কয়েকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য আছে। এর মধ্যে ঢাকা, সিলেট ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেষণে নতুন চেয়ারম্যান নিয়োগের কাজ অনেকখানি শেষ। “চেয়ারম্যান নিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন লাগবে। সেটির অপেক্ষায় আছে নতুন পদায়ন।”

এছাড়াও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার, কুমিল্লা বোর্ডের অধ্যাপক নিজামুল করিম, ময়মনসিংহ বোর্ডের অধ্যাপক আবু তাহের ও রাজশাহী বোর্ডের অধ্যাপক অলীউল আলমকে প্রত্যাহারের প্রস্তুতি চলছে।

গত বুধবার (১ জানুয়ারি) তাদের প্রেষণ থেকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার প্রজ্ঞাপন জারি করা হয়। তবে পরে ওই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, “আমাদের সিদ্ধান্ত আছে, একই প্রজ্ঞাপনে চেয়ারম্যানদের নতুন নিয়োগ ও পদায়ন দেয়া হবে। “আমরা নতুন নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে একই প্রজ্ঞাপনে আগের চেয়ারম্যানদের প্রত্যাহার ও নতুনদের পদায়ন করব।”

আরো পড়ুন: ৪৩তম বিসিএসে পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

এসব বোর্ডের প্রধানদের ছাড়াও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রকিব উল্লাহকেও প্রত্যাহারের বিষয়ও আলোচনা চলছে মন্ত্রণালয়ে।

প্রাথমিকভাবে মাদ্রাসাসহ ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগ দিতে মন্ত্রণালেয়ের সিদ্ধান্ত থাকার কথা তুলে ধরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দু-এক সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে। এর মধ্যে আছে শূন্য থাকা তিনটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদও।

যুগ্ম সচিব নুরুজ্জামান আরো বলেন, এসব বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপন একসঙ্গে আসতে পারে, আলাদাও আসতে পারে। সব নির্ভর করছে নিয়োগ চূড়ান্ত করা ও সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের ওপর। সরকারের সিদ্ধান্ত অনুসরণ করেই ক্রমান্বয়ে বাকি দুই বোর্ড দিনাজপুর ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল আসবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App