শত কোটি টাকা লোপাটের অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীদের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ২০২৪-২৫ সেশনে ভর্তি কার্যক্রম সরকারের দেয়া কমিটির কাছে শত কোটি টাকা লোপাটের অভিযোগ করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি তুলে ধরেন। সেই সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে লোটপাটের ৫ দাবি তুলে ধরেন।
এ সময় ঢাবি প্রশাসন কেবলই সাত কলেজকে ব্যবহার করে ভর্তি বাণিজ্য করেছে অভিযোগ এনে, কমিটিকে সেগুলো খতিয়ে দেখারও আহ্বান জানান শিক্ষার্থীর।
তার সঙ্গে সাত কলেজের সমন্বয়ে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তৈরিতে এরই মধ্যে কমিটি গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ারও আবেদন করেন তারা।
মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাত কলেজের জন্য প্রকাশ করা ভর্তির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে নিজেদের প্রতিক্রিয়া জানান ঢাবি অভিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।