সড়ক বন্ধ করে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন, জনভোগান্তি চরমে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম

ছবি: সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গুলশান লিংক রোডে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের ওপর বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা। তবে জরুরি সেবার গাড়ি, বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেয়া হচ্ছে না।
শিক্ষার্থীদের এ অবরোধে গুলশান লিংক রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা আটকে পড়ায় দেখা দিয়েছে চরম ভোগান্তি।
সরেজমিনে দেখা যায়, তিতুমীর কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এসময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। অনশন কর্মসূচির ৬ষ্ঠ দিনে ছয়জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন, তাদের শারীরিক অবস্থা দুর্বল হলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এখন শুধু গুলশান লিংক রোড অবরোধ করেছি, পরবর্তীতে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কও অবরোধ করা হবে। আরো এক শিক্ষার্থী বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। শুধু আমাদের শিক্ষার মানোন্নয়নের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি চাই।
এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ রবিবার (২ ফেব্রুয়ারি) বলেছেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক এবং এই দাবি সরকার মেনে নেবে না।