×

বিনোদন

'শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব' শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০২:০৬ পিএম

'শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব' শুরু
'শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব' শুরু

বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: ভোরের কাগজ

'শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব' শুরু
   

বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ, নারী জাগরণের অগ্রদূত ড. নীলিমা ইব্রাহিমের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী 'শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব ২০২১'। বুধবার নাট্যোৎসবের প্রথম দিন মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের নাটক 'নিমজ্জন'। প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। বিশ্ব গণহত্যার কাহিনি ও দৃশ্যচিত্রের সমন্বয়ে 'নিমজ্জন' নাটক গড়ে উঠেছে। ১১ নভেম্বর নাট্যচক্র 'একা এক নারী', ১২ নভেম্বর আরণ্যক নাট্যদল 'কহে ফেসবুক', ১৩ নভেম্বর থিয়েটার 'মেরাজ ফকিরের মা', ১৪ নভেম্বর লোক নাট্যদল 'কঞ্জুস' মঞ্চায়ন করবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকছে প্রদর্শনী।

বাংলাদেশ মহিলা সমিতির আয়োজনে বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নাট্যজন আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্ফ্মদেব চৌধুরী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখ্‌ত। সভাপতিত্ব করবেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন।

ড. নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। অসীম সাহস দিয়ে বৈরী সমাজ ও সময়কে নিজের অনুকূলে এনে তাকে শান্ত, সুন্দর, শান্তিময় করে তোলার সাধনায় আজীবন ব্রতী ছিলেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, জয় বাংলা পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, বেগম রোকেয়া পদকসহ অসংখ্য সম্মাননা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App