
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:৩০ এএম
আরো পড়ুন
মিথিলার মেয়ে আইরাও করোনায় আক্রান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৩:২৯ পিএম

এ বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবরে তার কাছ থেকে আলাদা হয়ে যান সঙ্গে থাকা স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান। এবার আইরাও করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিথিলা নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। তিন দিন ধরে তার জ্বর। পরীক্ষা করার পর বুধবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমরা আগে থেকেই তাকে ওষুধ খাওয়ানো শুরু করেছি। এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ।
মিথিলা আরও বলেন, জ্বর এবং কাশির পর এখন দুজনই আগের চেয়ে অনেক ভালো আছেন। তারা যেন দ্রুত সুস্থতা লাভ করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। সবাই নিরাপদে থাকুন এবং মাস্ক পরুন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

এ বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবরে তার কাছ থেকে আলাদা হয়ে যান সঙ্গে থাকা স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান। এবার আইরাও করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিথিলা নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। তিন দিন ধরে তার জ্বর। পরীক্ষা করার পর বুধবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমরা আগে থেকেই তাকে ওষুধ খাওয়ানো শুরু করেছি। এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ।
মিথিলা আরও বলেন, জ্বর এবং কাশির পর এখন দুজনই আগের চেয়ে অনেক ভালো আছেন। তারা যেন দ্রুত সুস্থতা লাভ করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। সবাই নিরাপদে থাকুন এবং মাস্ক পরুন।