নিজের বায়োপিকে অভিনয় করবেন কপিল শর্মা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ এএম

কপিল শর্মা

বলিউডে এখন চলছে বায়োপিক তৈরির মহড়া। রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ক্রীড়াব্যক্তিত্বদের জীবন সংগ্রামের কাহিনী উঠে আসছে বড় পর্দায়। এসব বায়োপিকের তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ফাংকার’।
ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে নিয়ে বায়োপিক ‘ফাংকার’ নির্মাণের ঘোষণা দিয়েছেন চিত্রনাট্যকার মৃগদীপ সিং লাম্বা। এর আগে যিনি কমেডি ফিল্ম ‘ফুকরে’ পরিচালনা করেন। এবারই প্রথম কোনো কৌতুক অভিনেতার বায়োপিক নির্মাণের ঘোষণা এলো। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার (১৪ জানুয়ারি) কপিল শর্মাকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা করেন পরিচালক মৃগদীপ সিং লাম্বা। কৌতুক অভিনেতাকে পাশে নিয়েই তার বায়োপিকের ঘোষণা করেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কপিলের ভূমিকায় কে অভিনয় করবেন? কারণ এমন বর্ণময় চরিত্রে তো আর যে কাউকে কাস্ট করা সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে শোনা গেছে, কপিল শর্মা নিজেই সেই সিনেমায় অভিনয় করতে চলেছেন।