কেবিনে আনা হচ্ছে ওমর সানিকে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ০৩:৪৫ পিএম

অভিনেতা ওমর সানির হার্টে চারটি ব্লক পাওয়া গেছে। যার মধ্যে একটি ব্লকে রিং পড়ানো হয়েছে। সোমবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হয়েছে ওমর সানির অস্ত্রপচার। এখন তিনি রয়েছেন আইসিইউতে।
এ ব্যাপারে ওমর সানির বড় ছেলে ফারদিন এহসান বলেন, ‘বাবাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। আজ, মঙ্গলবার বিকালের দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হবে। কেবিনে ৭২ ঘণ্টা থাকার পর হয়ত বাবাকে রিলিজ করা হবে।’ ফারদিন সবার কাছে তার বাবা ওমর সানির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বিকালে হাসপাতালে যান ওমর সানি। পরীক্ষায় ওমর সানির হার্টে চারটি ব্লক ধরা পড়লে, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় সানিকে। সন্ধ্যায় হয় অস্ত্রপচার। এসময় তার স্ত্রী অভিনেত্রী মৌসুমী ও দুই সন্তান হাসপাতালে উপস্থিত ছিলেন।