
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১০:০৬ এএম
আরো পড়ুন
নারীদের প্রতিবাদী হওয়ার আহবান পরী মনির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৪:৪৬ পিএম
সম্প্রতি পাবলিক বাসে যৌন হেনস্তার শিকার কলেজছাত্রী কাজী জেবুননেসা কামাল নেহারের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরী মনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নেহারের সেই ভিডিওটি শেয়ার করে পরী মনি বলেন, বিশ্বাস করো এই বিচারটা সবসময় নগদে নিজেদেরই করা লাগবে।
বাকিরা সব এমন নিরব ভূমিকায়ই থাকে আজীবন!
প্রসঙ্গত, গত রবিবার (১৩ মার্চ) রাজধানীর শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন কাজী জেবুননেসা। সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। এ সময় বাসে উপস্থিত অন্য কারও সাহায্য না পেয়ে সেই হেনস্তাকারীকে নিজেই নাস্তানাবুদ করেন নেহা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
সম্প্রতি পাবলিক বাসে যৌন হেনস্তার শিকার কলেজছাত্রী কাজী জেবুননেসা কামাল নেহারের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরী মনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নেহারের সেই ভিডিওটি শেয়ার করে পরী মনি বলেন, বিশ্বাস করো এই বিচারটা সবসময় নগদে নিজেদেরই করা লাগবে।
বাকিরা সব এমন নিরব ভূমিকায়ই থাকে আজীবন!
প্রসঙ্গত, গত রবিবার (১৩ মার্চ) রাজধানীর শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন কাজী জেবুননেসা। সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। এ সময় বাসে উপস্থিত অন্য কারও সাহায্য না পেয়ে সেই হেনস্তাকারীকে নিজেই নাস্তানাবুদ করেন নেহা।