‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি নিয়ে যা বললেন কেজরিওয়াল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৪:৪৬ পিএম

‘দ্য কাশ্মির ফাইলস’ নিয়ে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: ভোরের কাগজ

বলিউড ছবি ‘দ্য কাশ্মির ফাইলস’ মুক্তির পর থেকে এর বিরুদ্ধে অনেকেই সমালোচনা করছেন। ছবিটি নিয়ে ভারতের রাজনীতির মাঠও উত্তপ্ত। সম্প্রতি এ ছবি দেখতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ছবিটিতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। চুপ থাকেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরব হয়েছেন।
বক্স অফিসে ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি ২০৭ কোটি রুপি আয় করেছে। এছাড়া দেশটির কয়েকটি রাজ্যে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, করমুক্ত কেন? ছবিটি ইউটিউবে ছেড়ে দিন। সবাই বিনা খরচেই সেটি দেখবে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০২২ সালের ১১ মার্চ মুক্তি পায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটিতে অভিনয়ে ছিলেন পল্লবী জোশি, দর্শন কুমার, আমন ইকবাল, অনুপম খের, মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকেই। ছবিটির আইএমডিবি রেটিং ৮.৩/১০। ৯৪ শতাংশ গুগল ব্যবহারকারী ছবিটিতে লাইক করেছেন।