ভক্তদের কাছে সিনেমার নাম চাইলেন অক্ষয় কুমার!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১২:৩০ পিএম

অক্ষয় কুমার

বহুদিন ধরেই খবরে ছিল তামিল ছবি ‘সুরারাই পতরু’-র হিন্দি রিমেক হতে চলেছে বলিউডে। এমনকী, এই হিন্দি রিমেকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নাম এসেছিল অনেক অভিনেতার। তবে শেষমেশ বাজিটা মারলেন অক্ষয় কুমার! এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাধিকা মাদানকে। সম্প্রতি শুরু হল এই ছবির শুটিং।
তবে যেখানে অক্ষয় আছেন, সেখানে একটু যে অভিনবত্ব থাকবে, সেটাই স্বাভাবিক। এখানেও তার ব্যতিক্রম ঘটল না। এই ছবির শুটিংয়ের প্রথম দিনের ভিডিও শেয়ার করে অক্ষয় অনুরাগীদের কাছে একটা অনুরোধ করে বসলেন।
অক্ষয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী রাধিকা মাদান নারকেল ফাটাচ্ছেন শুটিং ফ্লোরে। আর সেই ভিডিও আপলোড করে অনুরাগীদের উদ্দেশে অক্ষয় বললেন, এই ছবির এখনও নামকরণ হয়নি। তাই আপনাদের অনুরোধ একটা ভাল নাম দিন এই ছবির।
তামিল ছবি ‘সুরারাই পতরু’তে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার সূর্য। সঙ্গে ছিলেন অভিনেত্রী অপর্ণা বালামুরালি। বলিউডের পরেশ রাওয়ালকেও দেখা গিয়েছিল এই ছবিতে। ২০২১ সালে ভারত থেকে অস্কারের দৌঁড়েও অংশ নিয়েছিল এই ছবি। আর এই ছবিই এবার বলিউডে তৈরি করতে চলেছেন পরিচালক সুধা কোঙ্গারা। এই ছবি ছাড়াও অক্ষয়ের ঝুলিতে রয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রাম সেতু, ‘ওএমজি টু’, ‘সেলফি’র মতো ছবি। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল অক্ষয়ের বচ্চন পাণ্ডে। এই ছবি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে। অক্ষয়ের আশা নতুন এই ছবিগুলো ফের বক্স অফিসকে জমিয়ে দেবে। খবর সংবাদ প্রতিদিনের।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:View this post on Instagram