এবার আমেরিকায় যাচ্ছে শাকিব-পূজার ‘গলুই’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২২, ১২:৫২ পিএম

বৃহস্পতিবার বায়োস্কোপ ফিল্মসের সঙ্গে ‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিকের চুক্তি সম্পন্ন হয়। ছবি: ভোরের কাগজ


গলুই ছবিতে গানের একটি দৃশ্যে শাকিব-পূজা
আমেরিকা প্রবাসী বাঙালিদের ঈদুল আযহার উদযাপনের সঙ্গী হতে যাচ্ছে ‘গলুই’। আগামী ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি অঙ্গরাজ্যের ৫৮টি শহরের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি চলবে। ছবিটির পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
বৃহস্পতিবার (২৩ জুন) বায়োস্কোপ ফিল্মসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক এবং বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক নিপু বড়ুয়া।
[caption id="attachment_355886" align="aligncenter" width="700"]
গলুই ছবিতে গানের দৃশ্যে শাকিব-পূজা[/caption]
সরকারি অনুদানের গলুই ছবিটি গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও পূজা চেরী। এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
