এক বছরের ছেলেকে ছেড়ে সালমানের বিগ বসে নুসরাত!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ এএম


নুসরাত জাহান
টলিউডের বিতর্কিত অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে এবার বলিউড অভিনেতা সালমান খানের অনুষ্ঠান বিগ বসে দেখা যাবে। আগের বিতর্কিত জীবন নিয়েই সেখানে যেতে চলেছেন তিনি। তবে এখনও হ্যাঁ-না বলেননি এই অভিনেত্রী। তবে কলকাতার একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়ে দেন, এ নিয়ে এখনই কিছু বলতে চাই না।
এছাড়া, এই টলিউড অভিনেত্রীর টিম জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য থেকে বিরত আছি। খবর হিন্দুস্তান টাইমসের।
[caption id="" align="aligncenter" width="780"]
নুসরাত জাহান বিগ বসে গেলে আপাতত খারাপ কিছু হওয়ার নয়। দর্শকরঞ্জন হবে বেশ ভালোভাবেই। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এক বছর বয়সের ছেলে ঈশানকে কার কাছে রাখবেন। ঈশান কি মাকে ছাড়া এতদিন থাকতে পারবেন? এ বিষয়ে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঈশানের বাবা যশ তার দুই সন্তানকেই দেখে রাখতে পারবে।
এদিকে, যশেরও যে আরব সাগরের সৈকতে বেড়ানোর পরিকল্পনা আছে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে নতুন হিন্দি ছবিতে জুটি বেঁধেছেন তিনি। যার কাজ খুব দ্রুত শুরু হবে। সবখানে ভারসাম্য রাখতে পারবে তো যশ-নুসরাত?
যশ ও নুসরাত বর্তমানে ফুকেতে অবস্থান করছেন। শুক্রবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এক গানের শুটিংয়ে তাদের এই ট্যুর।