ফারিয়াকে গানে গানে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সিয়াম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে অপারেশন সুন্দরবন সিনেমার পোস্টার উন্মোচনে দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। ছবি: ভোরের কাগজ




সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া

বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে অপারেশন সুন্দরবন সিনেমার পোস্টার উন্মোচনে দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। ছবি: ভোরের কাগজ


বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে অপারেশন সুন্দরবন সিনেমার পোস্টার উন্মোচনে দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। ছবি: ভোরের কাগজ
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে উন্মোচিত হলো অপারেশন সুন্দরবন সিনেমার পোস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি।
সম্মেলনে চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আগামী ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে অপারেশন সুন্দরবন।
এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমানসহ অনেকে।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র প্রযোজনায় অপারেশন সুন্দরবন নির্মাণ করেছেন পরিচালক দীপংকর দীপন। দেশের বাইরে থাকায় এই আয়োজনে অংশ নিতে পারেননি এই নির্মাতা।
বৃহস্পতিবার ছিল ছবির নায়িকা নুসরাত ফারিয়ার জন্মদিন। এ দিনেই উন্মোচিত হয়েছে তার অভিনীত ছবি অপারেশন সুন্দরবন-এর অফিসিয়াল পোস্টার। আর সে অনুষ্ঠানে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারই সহশিল্পী সিয়াম আহমেদ।
পোস্টার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ফারিয়া। তার সাক্ষাৎকারের এক ফাঁকে ঢুকেন সিয়াম আহমেদ। তখন ফারিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। উপস্থিত সবার অনুরোধে তিনি ফারিয়াকে পুনরায় শুভেচ্ছা জানান, তাও গানে গানে।
সিয়ামের শুভেচ্ছা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিয়া। তিনি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বলেন, জন্মদিনে ছবিটির পোস্টার উন্মোচন তার জন্য অনেক বড় পাওয়া।
তিনি বলেন, আমরা সুন্দরবনের যেখানে শুটিং করি সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। যার কারণে বাবা-মার সঙ্গে টানা ৩৫ দিন কথা বলতে পারিনি। তখন আমাদের ইউনিটটাই ছিলো আমার ফ্যামিলি। আমরা এতোটাই আপন হয়ে গেছি, সেই সম্পর্কের টান এখনও আমরা ফিল করি। এই মুভিটা এবং আমার ক্যারেক্টারটা সারাজীবন আমার সাথে থেকে যাবে।