
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৬:৫৬ এএম
আরো পড়ুন
কন্যা সন্তান পেয়ে আপ্লুত আসিফ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম

আসিফ ও তার মেয়ে আইদাহ্

চার মাস আগে দত্তকসূত্রে কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অডিও গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর। মেয়ের নাম রেখেছেন আইদাহ্ আসিফ রঙ্গন। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

আসিফ ও তার মেয়ে আইদাহ্

চার মাস আগে দত্তকসূত্রে কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অডিও গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর। মেয়ের নাম রেখেছেন আইদাহ্ আসিফ রঙ্গন। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।