×

বিনোদন

এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২ পিএম

এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ

ফাইল ছবি

এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ
এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ

চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন

   

বলিউডি সিনেমা ‘খুপিয়া’র ট্রেলার প্রসঙ্গে জনপ্রিয় নায়িকা আজমেরী হক বাঁধন বলেছেন, টাবুর মতো এত বড় মাপের একজন অভিনয়শিল্পী যখন আমার অভিনীত চরিত্রের বর্ণনা করেন, তখন চমকে না গিয়ে উপায় আছে! সত্যিই এটা আমার জন্য ভীষণ রোমাঞ্চকর একটি ঘটনা। আজকের সকালটাই আমার রাঙিয়ে দিয়েছেন তিনি। আমি ভীষণ ভীষণ অভিভূত। নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক বড় সারপ্রারইজ। একই সঙ্গে অবশ্যই আনন্দের।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, সিগারেট ফুঁকতে থাকা বলিউড অভিনেত্রী টাবু রহস্যভরা কণ্ঠে ‘খুপিয়া’ চলচ্চিত্রে বাঁধন অভিনীত চরিত্র সম্পর্কে ধারণা দিচ্ছেন। এভাবে চরিত্রের ধারণা দেওয়ার ব্যাপার বাঁধনের একটি জন্য চমক।

নতুন টিজারে টাবুকে বলতে শোনা যায়, ‘ও যখন হাঁচি দিত, একসঙ্গে তিনবার দিত। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিল। ও রকম তিলের মতো আরেকজন ছিল আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা—না অক্টোপাসের ছিল, না আমার।’

এ ব্যাপারে বাঁধন বলেন, আমি জানতাম না টাবুর মতো অভিনয়শিল্পীর বর্ণনায় আমার চরিত্র টিজারে উপস্থাপন করা হবে। প্রথম টিজার মুক্তির পর তো আমি আবার শুটিং করতে মুম্বাই গিয়েছিলাম, তখন টাবুর ভ্যানিটি ভ্যানে বসে কিছুক্ষণ গল্প হয়। তিনি বলছিলেন, প্রথম টিজারে তোমার শর্টটা খুব ভালো হয়েছে। তার মুখে এমন কথা শুনে আমি তো তো খুব খুশি। সবাই ভাবতে পারেন, হয়তো বলছে আরকি। কিন্তু আমার জন্য একজন টাবুর প্রশংসা অনেক বিশাল বিষয়।

তিনি আরও বলেন, টাবুর মতো অভিনয়শিল্পী আমাকে এভাবে আদর করবেন, অভিনয়ের প্রশংসা করবেন—এসব ভালো না লেগে উপায় আছে। সবচেয়ে বড় কথা তিনি আমাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তার আমার সঙ্গে এত ভালো না হলেও কিছু আসে যায় না। ভালোবেসে তিনি আমার মনটাই কেড়ে নিয়েছেন। আমার সঙ্গে হয়তো আর কোনো দিন তাঁর কাজ হবে না। এত বড় মাপের শিল্পী হয়েও তিনি আমাকে যে সম্মান দিয়েছেন, তা মন থেকে মুছে যাবে না। তিনি আমাকে কয়েকবার এ–ও বলেছেন, ‘আমি তোমাদের দেশে যেতে চাই।’ আমিও বলেছি, ‘তোমার কোনো ধারণা নেই, তোমার কী পরিমাণ ভক্ত আমার দেশে আছে।’

প্রসঙ্গত, ‘খুপিয়া’ নির্মাণ করেছেন বলিউডের বিশাল ভরদ্বাজ। স্পাই থ্রিলারধর্মী এই ছবি নির্মিত হয়েছে অমর ভূষণের গুপ্তচরবৃত্তির ওপর লেখা উপন্যাস ‘এসকেপ টু নাউহোয়্যার’ অবলম্বনে, সিনেমাটি ভারতীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা কৃষ্ণা মেহরাকে (টাবু) ঘিরে। এতে টাবু ও বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থী, আলী ফজল প্রমুখ। আর ‘খুপিয়া’ চলচ্চিত্রে বাঁধন অভিনীত চরিত্রের নাম অক্টোপাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App