কান উৎসবে সেলফি তোলা নিষেধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ০১:৪০ পিএম

বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন কান উৎসবের লাল গালিচায় সেলফি নিষিদ্ধ করা হয়েছে। ছবির প্রিমিয়ারের আগে অনাকাক্সিক্ষত বিশৃঙ্খলা এড়াতেই এমন সিদ্ধান্ত। গত ২৩ মার্চ ফিল্ম ফ্রাঁসোয়া ম্যাগাজিনকে উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো বলেছেন, ‘লালগালিচায় দর্শকদের জন্য সেলফি নিষিদ্ধ থাকবে।’ এর আগে ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ করতে চেয়েছিলেন থিয়েরি ফ্রেমো। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। নিষেধাজ্ঞা পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ তার চোখে ‘সেলফি তোলা হাস্যকর!’ তবে যেসব ছবির প্রদর্শনী হবে সেগুলোর কলাকুশলীদের মধ্যে যারা লালগালিচায় পা মাড়াবেন, তাদের ওপরও এই নিষেধাজ্ঞা থাকবে কিনা তা স্পষ্ট নয়। হলিউড স্টাররাই সেখানে সেলফি নিতে ব্যস্ত থাকেন। তার থেকেও বেশি ব্যস্ত থাকেন ফোটোগ্রাফারদের পোজ দিতে। সেই কারণে প্রায়ই ভিড় জমে যায় রেড কার্পেটে। আগামী ৮ মে শুরু হবে কান উৎসবের ৭১তম আসর।