সুমনের গানের অনুষ্ঠানে ‘সাউন্ড’ নিয়ে সমস্যা হবে না: আয়োজক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৮:০২ পিএম

কবীর সুমন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠানে সবুজ সংকেত পাওয়ার পর সেই আয়োজনের প্রস্তুতি পুরোদমে নেয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
নতুন ভেন্যুতে সাউন্ড নিয়ে ভক্তদের উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আয়োজকরা বলছেন, এই নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয়, সাউন্ডে যাতে সমস্যা না হয়, তার জন্য অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তা ফুয়াদ বিন ওমর শুক্রবার বিকেলে বলেন, অনুষ্ঠানের জন্য আমরা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম আনব। তাছাড়া দেশসেরা সাউন্ড ইঞ্জিনিয়ার থাকবেন ব্যবস্থাপনায়। ফলে সাউন্ড সিস্টেম নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
“দর্শকদের একটা ভালো অনুষ্ঠান উপহার দিতে সব রকম চেষ্টা করে যাচ্ছি। সকলের সহযোগিতায় সুমনের গান নিয়ে দারুণ অনুষ্ঠান হবে বলে আশা করছি। আমরা সকলের সহযোগিতা চাই।"
সন্ধ্যায় শিল্পকলায় সংবাদ সম্মেলন করে আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের কথা রয়েছে পিপহোলের।
বিখ্যাত অ্যালবাম তোমাকে চাই’র তিন দশক পূর্তিতে ঢাকায় সুমনের গান শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন।