মধ্যরাতে মিমকে শাসালেন পরী মণি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০১:০৭ পিএম

পরী মণি
নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো বলে মিমকে শাসিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরী মণি।
বুধবার (৯ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে শুরু হয় জল্পনা-কল্পনা। কারণ সেই পোস্টে সেখানে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফী- এই ৩ চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ঢালিউডের এই নায়িকা।
সেই পোস্টে সবার আগে রায়হান রাফিকে ট্যাগ করে পরী মণি উল্লেখ করেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। এরপর মিমকে ট্যাগ করে ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত’ বলে শাসিয়ে দেন।
সবশেষে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, সবকিছু এতদূর গড়াতে দেয়া ঠিক হয়নি তোমার।
তবে মধ্যরাতে পরী মণি কেন এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে বলেই আশা করছেন নেটিজেন ভক্ত-অনুরাগীরা।