সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১০:১৪ পিএম

সোহেল রানা

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (১১ নভেম্বর) দেশে ফেরেন তিনি।
সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। বিদেশে জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।
সোহেল রানার দেশে আসার বিষয়ে ছেলে মাশরুর পারভেজ বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। বাবা এখন সম্পন্ন ভালো আছেন। আবারো চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।
এর আগে সোহেল রানার চোখে জটিলতা দেখা দিলে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে উল্টো জটিলতায় দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয় তাকে।