ছবি মুক্তির আগে কোথায় গেলেন পপি?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০১:২৯ পিএম

চিত্রনায়িকা পপি

চিত্রনায়িকা পপি
চিত্রনায়িকা পপির অন্তর্ধানের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমা। ভক্তদের তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ২৩ ডিসেম্বর সিনেমাটি সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে জনপ্রিয় এই নায়িকা কোথায় গেলেন?
সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, আমরা সিনেমাটি নিয়ে দুই-তিনদিনের মধ্যেই প্রচারে যাবো। কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আর ছবি করবেন কিনা, তাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনও কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি আমরা।
তিনি আরও বলেন, শেষ মুহূর্তে মুক্তির আগে তিনি থাকবেন কিনা, সেটা আমাদের জানা দরকার। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন আসলে কিভাবে তাকে খুঁজে বের করা যায় সেই চিন্তাতেই আছি।