দীর্ঘ বিরতিতে যাচ্ছেন সামান্থা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০১:২০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সিনেমা জগতে ব্যাপক নাম-ডাক রয়েছে তার। গত অক্টোবরে সামান্থা জানিয়ে ছিলেন, ‘মায়োসাইটিস’ নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এই কারণে এবার কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন সামান্থা।
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যক্তি ভারতীয় একাধিক গণমাধ্যমে বলেন,‘সামান্থা রুথ প্রভু কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সিনেমার কাজ আর নয়। শারীরিকভাবে সুস্থ হওয়ার দিকে পুরো মনোযোগ দিতে চান। বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমায় অভিনয় করছেন সামান্থা। এরই মধ্যে সিনেমাটির ৬০ ভাগ কাজ শেষ করেছেন। সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করে দীর্ঘ বিরতিতে যাবেন সামান্থা।’ খবর পিঙ্কভিলা, হিন্দুস্তান টাইমসের।
একটি সূত্র জানান, ‘বলিউডের যে সিনেমায় সামান্থা চুক্তিবদ্ধ হয়েছেন, সেসব সিনেমার কাজও থেমে আছে তার কারণে। পুরোপুরি শারীরিকভাবে সুস্থ হয়ে এসব সিনেমার কাজে ফিরতে চান তিনি।’
যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস জানায়, সাধারণত শরীরের যেসব জায়গায় বোন টিস্যু হওয়ার কথা নয়, সেখানে এ ধরনের টিস্যু জন্মালে ‘মায়োসাইটিস’ হয়। অনেক সময় বড় কোনো আঘাত বা শরীরের ভেতর কোনো জখম হলে সেখান থেকে ‘মায়োসাইটিস’ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। ‘মায়োসাইটিস’ হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। হাঁটতে, চলতে, এমনকি আঙুল নাড়াতেও তীব্র ব্যথা অনুভব হয়। এর চিকিৎসাপদ্ধতিও জটিল ও কষ্টদায়ক।
সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যশোধা’। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি।