‘লালজমিন’-এর ১৫০

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৮, ০১:১৫ পিএম

শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজিত ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী আজ ৬এপ্রিল। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী, এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। ১৯ মে তারিখে নাটমÐলে ‘লালজমিন’ নাটকটি প্রথম প্রদর্শিত হয়। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে একের পর এক নাটকটির প্রদর্শনী হয়ে আসছে। তারই ধারাবাহিতায় আগামী ৫ এপ্রিল মৌলভীবাজারে ১৪৯ এবং ৬ এপ্রিল শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের আয়োজনে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে হতে যাচ্ছে ‘লালজমিন’ নাটকের ১৫০তম প্রদর্শনী। মোমেনা চৌধুরী বলেন, শুরু থেকে নাটকটির প্রতি দর্শকদের আমাদের পথচলাকে করেছে গতিময়। ৫০তম প্রদর্শনী আগে তিনজন মুক্তিযোদ্ধা নারী প্রদীপ প্রজ্বলন করবেন। উপস্থিত থাকবেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধারা।