রাজ-পরী মণির বিচ্ছেদ!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:৫৪ এএম

পরী মনির ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাস।

ছবি: সংগৃহীত
কয়েক মাস ধরেই চলচ্চিত্র তারকা পরী মণি ও শরিফুল রাজের কলহের গুঞ্জন চলছিল। এবার পরী মণি নিজেই তাদের বৈবাহিক সম্পর্কে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আনলেন।
শুক্রবার (ডিসেম্বর ৩০) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে নায়িকা পরী তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের স্পষ্ট ইঙ্গিত দিলেন।
গত বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী মণি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের।
শরীফুল রাজ ও পরী মণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।
এ বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, তার নাম শাহেম মুহাম্মদ রাজ্য।