৯৮ সেকেন্ডে ‘আরআরআর’ ছবির সব টিকেট শেষ!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১২:০১ এএম

ছবি: সংগৃহীত

গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় রাজামৌলির বহুল আলোচিত ‘আরআরআর’। মুক্তির পর সিনেমাটি সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়। এই ছবি নিয়ে যুক্তরাষ্ট্রে হুলুস্থূল কাণ্ড পড়ে গেছে। মাত্র ৯৮ সেকেন্ডে ‘আরআরআর’ ছবির সব টিকেট শেষ হয়ে গেছে।
আগামী ৯ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের ‘টিসিএল চায়নিজ থিয়েটারে’ ছবিটি মুক্তি পাবে। এই সিনেমা নিয়ে মানুষের কৌতুহল এত বেশি যে, খুব অল্প সময়ের মধ্যেই টিকেট ফুরিয়ে গেছে। খবর ইয়ন নিউজ, এনডিটিভির।
এসএস রাজমৌলি পরিচালিত সিনেমাটি তেলেগু ভাষায় নির্মিত হয়। ভারতে এটি মুক্তি ২০২২ সালের ২৪ মার্চ। এর সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাভানি। অভিনয়ে ছিলেন রাম চরণ, এন.টি. রামা রাও জুনিয়র, অজয় দেবগন, আলিয়া ভাট, ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া মরিস, আইরিশ অভিনেতা রে স্টিভেনসন প্রমুখ। ৫৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা ভারত ছাড়িয়ে এখন যুক্তরাষ্ট্রে মুক্তির অপেক্ষায়। আইএমডিবি রেটিং: ৭.৯/১০। ফেসবুক রেটিং: ৫/৫।