
প্রিন্ট: ০৭ মে ২০২৫, ১০:৪৩ এএম
আরো পড়ুন
৩২-এ পা রেখে নুসরাত বললেন, ‘নতুন আমি’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০২:৩৫ এএম
জীবনের ৩১ বছর পার করে রবিবার সবে ৩২-এ পা রেখেছেন। জন্মদিনের প্রাক্কালে গত শনিবার (৭ জানুয়ারি) সম্পূর্ণ নতুন রূপে সামনে এসেছেন টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ বিধায়ক নুসরাত হোসেন। বলে উঠলেন, এ নতুন আমি।
নতুন রূপে নুসরাতকে দেখে অনেকে ভ্রু কুঁচকে প্রশ্ন করেছেন, কিসের পরিবর্তন? কেনইবা এই পরিবর্তন?
প্রকৃতপক্ষে এই প্রশ্ন ধোঁয়াশাতেই থেকে গেছে। কেননা সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে নুসরাত জাহান নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, নতুন বছর নতুন শুরু।
প্রসঙ্গত, ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর গত বছর। ২০২৩-এ ভক্তদের নতুনত্ব নিয়ে ফেরার আশ্বাস দিলেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা।সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
জীবনের ৩১ বছর পার করে রবিবার সবে ৩২-এ পা রেখেছেন। জন্মদিনের প্রাক্কালে গত শনিবার (৭ জানুয়ারি) সম্পূর্ণ নতুন রূপে সামনে এসেছেন টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ বিধায়ক নুসরাত হোসেন। বলে উঠলেন, এ নতুন আমি।
নতুন রূপে নুসরাতকে দেখে অনেকে ভ্রু কুঁচকে প্রশ্ন করেছেন, কিসের পরিবর্তন? কেনইবা এই পরিবর্তন?
প্রকৃতপক্ষে এই প্রশ্ন ধোঁয়াশাতেই থেকে গেছে। কেননা সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে নুসরাত জাহান নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, নতুন বছর নতুন শুরু।
প্রসঙ্গত, ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর গত বছর। ২০২৩-এ ভক্তদের নতুনত্ব নিয়ে ফেরার আশ্বাস দিলেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা।