নচিকেতার ‘ডিভোর্সটা হয়েই গেল’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর ‘ডিভোর্সটা হয়েই গেল’ নিয়ে ফেসবুক পোস্ট নিয়ে বহুদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সত্য সামনে এসেছে। নচিকেতার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব থেকে নতুন গান হ্যাপি ডিভোর্স গান মুক্তি পেয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) এই গান মুক্তি পেয়েছে। আগুনপাখির প্রযোজনায় এই গানের কথা, সুর থেকে অ্যালবামের ভিডিও পরিকল্পনা, পরিচালনা, সবই নচিকেতার। গান মুক্তির আগে যে পোস্টারটি দেওয়া হয়েছিল তাতে একটি কাপের ছবি দেওয়া হয়।
আর সেই কাপের উপর লেখা, ‘দ্য বেস্ট হাসব্যান্ড’, অর্থাৎ ‘সেরা স্বামী’। কিন্তু ‘হাসব্যান্ড’ শব্দটি কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব-বিবাদ নিয়েই নচিকেতার এই গান।
জানা গেছে, ডিভোর্সের পর সব বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়া আবার অতীত স্মৃতি বারবার আঘাত করা সবকিছু নিয়েই নচিকেতার এই নতুন গান। গান মুক্তির আগে এই গানের একাধিক পোস্টার শেয়ার করেছেন তিনি। তাতে তার চোখে মুখে কান্না জমে আছে। হাত দিয়ে ঢাকা মুখ। হাতে নানা ধরনের চিহ্ন আঁকা।