ঘরে ঢুকে পেটাব: কঙ্গনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬ পিএম

ছবি: সংগৃহীত

কঙ্গনা যেখানে, সেখানেই বিতর্ক। এর থেকে যেন বেশিদিন দূরে থাকতে পারেন না কঙ্গনা রানাওয়াত। বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী একের পর এক ঝাঁঝালো মন্তব্যের কারণে সবার কাছে বিশেষ পরিচিত।
বলিউডের সহকর্মীদেরও কটু মন্তব্য করতে ছাড়েন না এই বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। তার মেজাজ আক্রমণাত্বক।
তেমনই বেজায় চটে সোমবার (৬ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন তিনি। এবার কী অভিযোগ, কে তার নিশানায়?
কঙ্গনার এবারের অভিযোগটা গুরুতর। রবিবার (৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে দাবি করেন, তার ওপর নজরদারি চালানো হচ্ছে। পরদিন সোমবার কঙ্গনা ফের লেখেন, ‘আমি রবিবার নজরদারির অভিযোগ করার পর আজ দেখছি, কেউ আর আমার পিছু নিচ্ছে না।’
একই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ সেই পোস্টের একাংশে তিনি লেখেন, ‘চঙ্গু মঙ্গু গ্যাং তোমরা দেহাতি কারোর মুখোমুখি বোধহয় হওনি কখনও। ভালোয় ভালোয় শুধরে যাও, না হলে ঘরে ঢুকে পেটাব। আর যাদের মনে হয় আমি পাগল তারা তো জানোই আমি পাগল, তবে কতটা পাগল সেটা তো জানো না।'