
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৬:১৭ পিএম
আরো পড়ুন
নিজে রান্না করে সবাইকে খাওয়াব: আঁখি আলমগীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম


ছবি: সংগৃহীত
ঈদের আগে শুটিং নিয়ে মহাব্যস্ত থাকেন তারকারা। ঈদ এলে তাদের একটু অবসর জোটে। সে ফাঁকে একেজন একেক রকম পরিকল্পনা সাজান। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন, কী কী কেনাকাটা করলেন- এসব নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। আঁখি আলমগীরের এবারের ঈদের পরিকল্পনার খোঁজ দিচ্ছেন সোহানুর রহমান সোহাগ।
এবারের ঈদ ঢাকাতেই করব। ঈদ নিয়ে পরিকল্পনা বলতে, ঈদের দিন রাতে এশিয়ান টিভিতে লাইভে গান করব এটার জন্যই সারাদিন একটা প্রস্তুতি থাকবে। পরিবারের সঙ্গেই থাকব। নিজেই রান্না করব, সবাইকে একসঙ্গে নিয়ে খাব। আমার ১২ মাসই কেনাকাটা চলে, কাজেই ঈদের জন্য আলাদা করে আর কিছু কেনা হয় না।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
নিজে রান্না করে সবাইকে খাওয়াব: আঁখি আলমগীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম


ছবি: সংগৃহীত
ঈদের আগে শুটিং নিয়ে মহাব্যস্ত থাকেন তারকারা। ঈদ এলে তাদের একটু অবসর জোটে। সে ফাঁকে একেজন একেক রকম পরিকল্পনা সাজান। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন, কী কী কেনাকাটা করলেন- এসব নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। আঁখি আলমগীরের এবারের ঈদের পরিকল্পনার খোঁজ দিচ্ছেন সোহানুর রহমান সোহাগ।
এবারের ঈদ ঢাকাতেই করব। ঈদ নিয়ে পরিকল্পনা বলতে, ঈদের দিন রাতে এশিয়ান টিভিতে লাইভে গান করব এটার জন্যই সারাদিন একটা প্রস্তুতি থাকবে। পরিবারের সঙ্গেই থাকব। নিজেই রান্না করব, সবাইকে একসঙ্গে নিয়ে খাব। আমার ১২ মাসই কেনাকাটা চলে, কাজেই ঈদের জন্য আলাদা করে আর কিছু কেনা হয় না।