শাহরুখ পুত্রের ব্যবসায় সফল প্রথম দিনেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত
৩০ এপ্রিল আরিয়ান খানের ডি’ইয়ালভ এক্স ব্র্যান্ডের অনলাইন সেল শুরু হওয়ার একরাতেই সকল প্রোডাক্ট বিক্রি হয়ে গিয়েছে।
বলিউড বাদশা শাহরুখ খান তার ছেলে আরিয়ান খানের লাক্সারি ব্র্যান্ড ‘ডি’ইয়ালভ এক্স’-এর প্রোডাক্টের উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেন, আমাদের সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে গিয়েছে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
ক্যাজুয়েল ওয়্যার থেকে ফাঙ্কি টিশার্ট, জ্যাকেট, হুডির কালেকশন রয়েছে আরিয়ানের পোশাকের তালিকায়। পোশাক বিক্রি হতেই সোশ্যাল মিডিয়ায় ছেলের সাফল্যকে সবার সঙ্গে শেয়ার করেছেন শাহরুখ। এই ব্র্যান্ডের সঙ্গে জড়িত ও স্ট্রিটওয়্যার কালেকশনের বিজ্ঞাপনের মুখ তিনি। সে সঙ্গে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা থেকেই হয়েছে সেই বিজ্ঞাপনের শ্যুটিং। এছাড়া এই ব্র্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে প্রথমবার বাপ-ব্যাটা একসঙ্গে কাজ করেছেন।
২০২২ ডিসেম্বর ব্যবসার জগতে পা রাখেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। একটি অভিজাত ভদকা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হন তিনি। এবার সেই ব্র্যান্ডের স্ট্রিটওয়্যার কালেকশন নিয়ে হাজির হয়েছেন আরিয়ান।