বিয়ের খবর দিয়ে যা বললেন রোশান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৭:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

২০১৬ সালে রক্ত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এরপর তার মেকআপ কলকাতার ককপিট, ধ্যাততেরিকি, বেপরোয়া, অপারেশন সুন্দরবন ও মুখোশ মুক্তি পেয়েছে।
তিন বছর আগে বিয়ে করেছেন রোশান। তার স্ত্রীর নাম তাহসিন এশা। ভালোবেসে নিজের প্রেমিকাকে ঘরে তোলেন তিনি। শনিবার (৬ মে) ফেসবুকে দুটি ছবি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন রোশান। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি। ক্যাপশনে লেখেন, এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি! পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন।
বিয়ের বিষয়ে রোশান বলেন, আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।
উল্লেখ্য, এবারের রোজার ঈদে রোশান অভিনীত জ্বীন ও পাপ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে।