‘আপনার ছেলে আমাকে ভীষণ বিরক্ত করে’: আলিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৫:৫৭ পিএম

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আলিয়ার ব্যবহারে মুগ্ধ সামাজিক মাধ্যম। মেট গালা ইভেন্ট সেরে মুম্বাই ফিরেছেন আলিয়া। সেখানে গ্লোবাল স্পোর্টস পিকলবল চ্যাম্পিয়নশিপের একটি অনুষ্ঠানে যোগদান করেছেন। সেখানেই এক পাপারাজ্জির মায়ের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে আলিয়াকে। মজা করে তিনি আবার অভিযোগ করেন, ‘আপনার ছেলে আমাকে ভীষণ বিরক্ত করে। কিন্তু, কাজটা দারুণ করে।’ ফিল্মি কেরিয়ার যখন মধ্য গগনে ঠিক সেই সময়ই মেট গালা ইভেন্টে অভিষেক ঘটল আলিয়ার। তবে এই ইভেন্টে একটু অস্বস্তিকর পরিস্থিতিরও শিকার হয়েছিলেন মিসেস কাপুর। প্রকৃতপক্ষে, মেট গালায় আলিয়াকে ভুল করে বিদেশি পাপারাৎজ্জিরা ঐশ্বর্য বলে সম্বোধন করে বসেন। পরিস্থিতি খুব ভালো ভাবে সামলে হাসি মুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আলিয়া ভাট। মেট গালার গালিচায় আলিয়ার রুপে মুগ্ধ গোটা দুনিয়া। এক লাখ মুক্তো গাঁথা গাউনে রেড কার্পেটে তাক লাগিয়েছেন আলিয়া। করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহিনি-তে দেখা যাবে আলিয়াকে। মেট গালা ইভেন্টে ডেবিউ আলিয়ার, এই ছবিতে আরও একবার রণবীর সিংয়ের সঙ্গে আলিয়ার অন স্ক্রিন ক্যামেস্ট্রির রসায়ন চুটিয়ে উপভোগ করবে দর্শক। এছাড়াও আলিয়ার হাতে রয়েছে জি লে জারা।