পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১১:২৪ এএম


বলিউড তারকাদের দেখলেই তাদের কাছে ভিড় জমান পাপারাজ্জিরা। অনেক সময় দেখা তাড়াহুড়া লেগে যায়। অনেক বলিউড তারকাদের পাপারাজ্জিদের সঙ্গে ঝামেলায় জড়াতেও দেখা যায়। তবে পাপারাজ্জিদের সঙ্গে সবসময়ই সুসম্পর্ক রক্ষা করে চলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার তেমনি কিছুর দেখা মিললো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে। আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির জুতা খুলে যায়। আর সেই জুতা নিজ হাতে নিয়ে ফিরিয়ে দিলেন আলিয়া।
জানা যায়, মা সোনি রাজদান, বোন শাহীন ভাটের সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই ঘটে ঘটনা। ডিনার শেষে গাড়িতে ওঠার সময় তাদের ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। ছবি তোলার তাড়াহুড়ায় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার। তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেট-দুনিয়ায়।
আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।
প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে আসছে আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত রোমান্টিক ছবিটিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে।