‘মেরি ক্রিসমাস’-এ আসছেন ক্যাটরিনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম


‘মেরি ক্রিসমাস’ সিনেমাটির মুক্তির দিন অবশেষে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি। সিনেমাটি দুটো তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। প্রধান চরিত্রে ক্যাটরিনা ও বিজয় থাকবেন। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক শ্রীরাম রাঘবন। বড়দিনের ঠিক আগে আগেই ১৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এটির নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে মুক্তির দিনের পাশাপাশি। ক্যাটরিনা সিনেমার একটি পোস্টার শেয়ার করেন, সেখানে তাকে ও বিজয় সেতুপতিকে দেখা যাচ্ছে।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ক্রিসমাসের উল্লাসের জন্য আর সবাইকে অপেক্ষা করালাম না। এই প্রথমবার পর্দায় একঙ্গে করতে চলেছেন ক্যাটরিনা এবং বিজয়।’ পরিচালক তাঁর বানানো থ্রিলার সিনেমার জন্যই বিখ্যাত। ‘আন্ধাধুন’ এরপর এই পরিচালক আবার এই ছবিটি বানালেন। সেই ছবি আয়ুষ্মান খুরানা, টাবু এবং রাধিকা ছিলেন। কিন্তু ২০১৮ সালে ‘আন্ধাধুন’ ছবিটি পুরস্কার পাওয়া পর তিনি আর ছবি বানাননি। এত বছর আবার এই ‘মেরি ক্রিসমাস’ নিয়ে ফিরছেন। এ সিনেমার হিন্দি ভার্সনে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কানন, প্রমুখকে দেখা যাবে। আর তামিল ভার্সনে আছেন কেভিন জয় বাবু, রাজেশ উইলিয়ামস, রাধিকা শরৎকুমার সহ আরো অনেকে।