প্রথমবার ‘ইত্যাদি’র গানে তাহসান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম


হানিফ সংকেতের ডাকে সাড়া দিয়ে পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জে গিয়ে নতুন গান গাইলেন তাহসান খান। অর্থাৎ ‘ইত্যাদি’র আসন্ন পর্বে শোনা যাবে সেই গানটি।
শুধু তাই নয়, প্রথমবার ‘ইত্যাদি’র গানে কণ্ঠ দিলেন এই তাহসান খান। এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান।গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে পুকুরের মাঝখানে মঞ্চ নির্মাণ করে।
কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামীকাল রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।