‘দড়ির খেলা’ নাটক নিয়ে অস্ট্রেলিয়ায় চঞ্চল চৌধুরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১১:৪৭ এএম

‘দড়ির খেলা’ নাটক নিয়ে অস্ট্রেলিয়ায় চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

‘দড়ির খেলা’ নাটক নিয়ে অস্ট্রেলিয়ায় চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
নাটক ‘দড়ির খেলা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বৃন্দাবন দাস। গত ৩০ জুলাই বঙ্গজ ফিল্মসের ব্যানারে ব্যাঙ্কসটাউন, ব্রায়ান ব্রাউন থিয়েটারে ‘দড়ির খেলা’ শো অনুষ্ঠিত হয়েছে।
যুদ্ধবিরোধী কাহিনি নিয়ে নাটকটির গল্প। চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, দিব্য, সৌম্য ছাড়াও অস্ট্রেলিয়ার স্থানীয় কিছু শিল্পীও এতে অভিনয় করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি শোতে গান গেয়ে শোনান চঞ্চল চৌধুরী।
উল্লেখ্য, ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘হোয়াইট হ্যাভেন’ ও ‘মাটির টানে’ নামে দুটি মঞ্চনাটক করেছিলেন বৃন্দাবন দাস, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশি, দিব্য ও সৌম্য। প্রায় সাত বছর পর আবারও মঞ্চ নাটক নিয়ে অস্ট্রেলিয়া গেলেন তারা। অস্ট্রেলিয়ার দুটি শহরে ‘দড়ির খেলা’র দুটি শো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে ২১ জুলাই মেলবোর্নে একটি এবং ৩০ জুলাই বঙ্গজ ফিল্মসের ব্যানারে সিডনিতে একটি শো। আগামী ৫ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।