×

বিনোদন

চার দশক পর অবশেষে মান ভাঙল সৎমা হেমা মালিনীর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১১:০০ এএম

চার দশক পর অবশেষে মান ভাঙল সৎমা হেমা মালিনীর!

ছবি: সংগৃহীত

চার দশক পর অবশেষে মান ভাঙল সৎমা হেমা মালিনীর!
   

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সানি দেওল অভিনীত ছবি ‘গদর-২’।

ছবিটির সেই বক্স অফিস সাফল্যেই আরো কাছাকাছি এসেছে পুরো দেওল পরিবার। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রায় চার দশকের দূরত্ব ভুলে কাছাকাছি এসেছেন দেওল পরিবারের চার ভাইবোন। ‘গদর ২’ মুক্তির দিন ‘ভাইয়া’ সানি দেওলকে ছবির জন্য শুভকামনা জানিয়েছিলেন এষা দেওল।

ছবির সাফল্য উদ্‌যাপন করতে ছবির বিশেষ প্রদর্শনের আয়োজনও করেছিলেন এষা। সেই ‘স্পেশাল স্ক্রিনিং’-এ উপস্থিত ছিলেন ববি দেওল ও অহনা দেওলও। তবে সেই দিন দেখা যায়নি এষা ও অহনার মা হেমা মালিনীকে। এর প্রায় এক সপ্তাহ পরে প্রেক্ষাগৃহে ‘গদর-২’ দেখলেন বলিউডের ‘ড্রিম গার্ল’। ছবি দেখে বেরিয়ে কী বললেন হেমা?

মুক্তির আটদিনের নাগাদ বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর ২’।

এখনো রীতিমতো অপ্রতিরোধ্য সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি। সম্প্রতি ‘গদর-২’ দেখে উচ্ছ্বসিত সানির সৎমা ও ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমাও। খবর আনন্দবাজার পত্রিকার।

ছবিটি দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে হেমা জানান, সানির ছবি তাকে সত্তর ও আশির দশকের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে গেছে। হেমার মতে, আমার ‘গদর-২’ খুব ভাল লেগেছে। ছবি নিয়ে যা প্রত্যাশা ছিল, সব পূরণ হয়েছে। সত্তর এবং আশির দশককে পরিচালক অনিল শর্মা খুব সুচারুরূপে পর্দায় উপস্থাপন করেছেন।

আর সানি? তার অভিনয় কেমন লেগেছে হেমার? ড্রিম গার্লের কথায়, সানি তো খুবই ভালো। অনিল শর্মার ছেলে উৎকর্ষও খুব ভাল কাজ করেছে। ছবি দেখার পরে দেশপ্রেম যেন আরো ভালোভাবে অনুভব করতে পারছি। মুসলিম ভাইদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বিষয়টিও খুব সুচারুরূপে ফুটিয়ে তোলা হয়েছে। সানির ছবি দেখে যে আপ্লুত হেমা, তা বর্ষীয়ান অভিনেত্রীর ভাষ্যেই স্পষ্ট।

দেওল পরিবারের দুই পক্ষের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি বলেউডে। ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হেমা মালিনীর মনোমালিন্য কারো অজানা নয়। তার প্রভাব পড়েছে দুই পক্ষের সন্তানদের সম্পর্কেও। ভাইবোন হলেও গত চার দশক ধরে নিজেদের মধ্যে দূরত্ব রেখেছেন সানি ও ববি এবং এষা ও অহনা। তবে ‘গদর ২’-এর সাফল্যই নাকি ঘুচিয়ে দিয়েছে সেই দূরত্ব। শোনা যাচ্ছে, চলতি বছরের রাখিবন্ধন অনুষ্ঠানে ভাই ববি দেওলকে নিয়ে এষা ও অহনার বাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছেন তার। খবর, সঙ্গী হতে পারেন বলিউড অভিনেতা অভয় দেওলও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App