প্রেসক্লাবে গানের তিন অ্যালবামের মোড়ক উন্মোচন মঙ্গলবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম


উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী হৈমন্তী শুক্লাসহ কয়েকজন গুণী শিল্পীর গাওয়া গান নিয়ে করা তিনটি অ্যালবাম বাংলাদেশে উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অ্যালবাম তিনটির মোড়ক উন্মোচন করবেন-বিশিষ্ট গণমাধ্যব্যক্তিত্ব জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
‘মন কেমনের গান’, ‘এহসাস’ এবং ‘ভালোবাসার বোবা চিঠি’ শিরোনামের অ্যালবাম তিনটিতে হৈমন্তী শুক্লা ছাড়াও গান গেয়েছেন রুমা খালেদ ও এস এম খালেদ। ঋষি কুমার চ্যাটার্জি প্রোডাকশনের (আর কে) ব্যানারে অ্যালবামগুলোর সংগীত পরিচালনা করেছেন ঋষি কুমার চট্টোপাধ্যায়।
গীতিকার উৎপল দাসের লেখা গান নিয়ে করা ‘মন কেমনের গান’-এর অ্যালবামে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী শুক্লা ছাড়াও রুমা খালেদ ও এস এম খালেদ। গীতিকার আদৃতা ঝিনুকের লেখা ‘এহসাস’ অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াংকা মান্না, রুমা খালেদ ও এস এম খালেদ।
এছাড়া উৎপল দাসের লেখা গানে করা ‘ভালোবাসার বোবা চিঠি’ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন রুমা খালেদ ও এস এম খালেদ।
অনুষ্ঠানের দ্বার সবার জন্য খোলা।