×

বিনোদন

রাস্তায় চা বিক্রি করছেন রজনীকান্ত, ভিডিও ভাইরাল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫০ এএম

রাস্তায় চা বিক্রি করছেন রজনীকান্ত, ভিডিও ভাইরাল!

সুধাকর প্রভু

রাস্তায় চা বিক্রি করছেন রজনীকান্ত, ভিডিও ভাইরাল!

রজনীকান্ত

রাস্তায় চা বিক্রি করছেন রজনীকান্ত, ভিডিও ভাইরাল!
   
এমন দৃশ্য কি কল্পনা করা যায়! রাস্তার ধারের ছোট্ট চায়ের দোকান। ক্রেতার ভিড় রয়েছে বেশ। সেখানেই শার্ট এবং হাফ-প্যান্ট পরে চা বিক্রি করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। খদ্দেরদের তা পরিবেশন করতে করতে দিব্যি গল্পও করছেন সকলের সঙ্গে। হ্যাঁ এমন দৃশ্যই দেখা গেছে কেরলের ফোর্ট কোচির পাত্তলাম রোডে। খবর: দি ওয়ালের। তবে চায়ের দোকানে যাঁকে চা বিক্রি করতে দেখা গেছে তিনি অভিনেতা রজনীকান্ত নন। যদিও খুঁটিয়ে না দেখলে সেকথা বোঝা সম্ভবই নয়। সুধাকর প্রভু নামে ওই চা বিক্রেতাকে অবিকল 'জেলার' অভিনেতার মতো দেখতে। দুজনের চেহারায় এত হুবহু মিল যে যাঁরা চেনেন না, তাঁরা প্রায়শই সুধাকরকে রজনীকান্ত বলে ভুল করেন। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই নীল শার্ট এবং কালো হাফপ্যান্ট পরা সুধাকরকে দেখা গেছে। তাঁর চোখে চশমা। গালে সাদা দাড়ি। চুলের স্টাইলও অবিকল রজনীকান্তের মতো। এমনকী, ভাইরাল ভিডিওতে তাঁকে অবিকল থালাইভার স্টাইলেই লোকজনের সঙ্গে কথা বলতে, হাত মেলাতে দেখা গেছে। সুধাকরকে প্রথম আবিষ্কার করেন মালায়ালম অভিনেতা-পরিচালক নাদিরশাহ। সম্প্রতি ফোর্ট কোচি এলাকায় একটি ছবির শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। তখনই থালাইভার 'যমজ'-এর দেখা পান। সুধাকরের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়ে যায় তা। আর তারপর থেকেই কেরলের বেশ কিছু ফাংশন এবং ইভেন্টে নিমন্ত্রণ পান সুধাকর। [caption id="attachment_472150" align="aligncenter" width="700"] রজনীকান্ত[/caption] তবে এই প্রথম নয়, রজনীকান্তের মতো হুবহু একই রকম দেখতে একজনের খোঁজ পাওয়া গিয়েছিল পাকিস্তানে। শ্রী গাসকোরি নামে ওই ব্যক্তি পাকিস্তানের একজন সরকারি কর্মচারী। রজনীকান্ত একা নয়, বলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীর মতো একই রকম দেখতে মানুষজনের খোঁজ পাওয়া গেছে বিশ্বজুড়ে। সেই তালিকায় আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ সহ বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App