×

বিনোদন

‘কাজের জন্য নেটফ্লিক্স-হটস্টারের প্রধানদের ফোন করেছি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৯:০২ এএম

‘কাজের জন্য নেটফ্লিক্স-হটস্টারের প্রধানদের ফোন করেছি’

ছবি: সংগৃহীত

‘কাজের জন্য নেটফ্লিক্স-হটস্টারের প্রধানদের ফোন করেছি’
‘কাজের জন্য নেটফ্লিক্স-হটস্টারের প্রধানদের ফোন করেছি’

ছবি: সংগৃহীত

   
অভিনয় জগৎ থেকে একটা সময় প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কিন্তু যখন আবার ফিরে আসতে চান তখন অনেক কসরত করতে হয় তাঁকে। কাজ পাওয়ার জন্য কাকে কাকে কল করেছিলেন সেটাও জানালেন অভিনেত্রী। একটা সময় অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন সুস্মিতা সেন। কিন্তু যখন আবার এই বিনোদন জগতে ফিরে আসতে চান, ছবিতে কাজ করতে চান তখন তিনি এতটুকু লজ্জা পাননি কাজ চাইতে। একাধিক ব্যক্তিকে ফোন করেই তাঁকে কাজ দেয়ার কথা বলেন অভিনেত্রী। সম্প্রতি মিডডে-কে দেয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন সুস্মিতা সেন। তাঁর কথায় তিনি একাধিক ওটিটি প্ল্যাটফর্মের হেড যেমন নেটফ্লিক্স, হটস্টার, ইত্যাদির প্রধানকে ফোন করেন কাজের জন্য এবং জানান তিনি কামব্যাক করতে চান। এই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের প্রধানদের ফোন করেছিলাম। আমি সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, আমি একজন অভিনেত্রী। আমি আবার ফিরতে চাই এবং কাজ করতে চাই।' কিন্তু কেন এতটা দীর্ঘ সময়ের একটা বিরতি নিয়েছিলেন সুস্মিতা? অভিনেত্রীর কথায় তিনি আট বছরের এই বিরতি নিয়েছিলেন অভিনেতা হিসেবে আরো ভালোভাবে নিজেকে মেলে ধরার জন্য। সুস্মিতার কথায় একজন ভালো অভিনেত্রী হতে গেলে জীবনকে উপভোগ করতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে। সুস্মিতা সেন অভিনীত আরিয়া-৩ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি কামব্যাক করেছিলেন। তবে এই বছর শুরুর দিকে মুক্তি পাওয়া তালি ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা। যদিও এই ছবিটা করে ততক্ষণ তৃপ্তি পাননি অভিনেত্রী যতক্ষণ না গৌরী তাঁর প্রশংসা করেছেন। বিরতি নেয়ার আগে সুস্মিতা সেনকে বাংলা ছবি নির্বাকে দেখা গিয়েছিল। এরপর ২০২০ সালে তিনি আরিয়া ওয়েব সিরিজের হাত ধরে ফিরে আসেন। যদিও এর মাঝে একাধিক ছবিতে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App