ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘অ্যানিমেল’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৩ পিএম


আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তিপেতে যাচ্ছে রণবীর কাপুরের অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমাটি। ক্রেজ দেখা গেছে বাংলাদেশেও। আর দর্শকদের কথা চিন্তা করে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সকল প্রক্রিয়া।
সিনেমাটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
লিপু বলেন, ‘মন্ত্রণালয় আজ অ্যানিমেল বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশে মুক্তির ছাড়পত্রের প্রক্রিয়া চলছে। আশা করছি বুধ ও বৃহস্পতিবার দুই দিনের মধ্যে সেন্সর করাতে পারব। যদি সব ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি।’
২০০ কোটি বাজেটের এই সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।