হ্যান্ডকাফ পরে রোল প্লে, কফি উইথ করণে বেফাঁস অর্জুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম


তারকাদের নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য এর আগেও ফাঁস হয়েছে কফি উইথ করণে। এবার এসেছিলেন বলিউড ব্যাচেলর অর্জুন কাপুর।
কফি উইথ করণের চলতি সিজনে অর্জুনের সঙ্গে এসেছিলেন আদিত্য রায় কাপুর। দুই অভিনেতা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে। অর্জুন-মালাইকার সম্পর্ক ভাঙাগড়ার খবর আর আদিত্যের লুকিয়ে প্রেম এখন আলোচনার তুঙ্গে। একসঙ্গে প্রায়ই তাকে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডের সঙ্গে।
আদিত্যকে অনন্যার সঙ্গে প্রেম করা নিয়ে প্রশ্ন করা হলে সে জবাব দেয়, ‘আমাকে কোনও গোপন কথা জিজ্ঞেস করো না কারণ আমি মিথ্যে বলতে চাই না।’
কফি শটস রাউন্ডে করণ বরাবরের মতোই করলেন ব্যক্তিগত সকল প্রশ্ন। সেগুলোর মধ্যে আবার যৌন সম্পর্ককে ঘিরেও প্রশ্ন ছিলো।
করণ জানতে চান, ‘অফস্ক্রিনে রোল প্লে করার জন্য কেউ সাজগোজ করেছ?’
প্রশ্নের উত্তরে কফি শর্টস পান করে অর্জুন জবাব দেন, ‘হ্যান্ডকাফস’।
তার কথার পিছনে ঠিক কোন ইঙ্গিত লুকিয়ে আছে তা বুঝতে সমস্য়া হয়নি কারো। আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে ভিডিও।
করণ ফের প্রশ্ন করেন, ‘শ্রদ্ধা কাপুর আর অনন্যা পাণ্ডের সঙ্গে লিফটে আটকে গেলে কী করবেন?’ যাতে আদিত্য মুখ খোলার আগেই অর্জুন বলে ওঠেন, ‘আশিকি তো করতই, এবার কার সঙ্গে তা জানা নেই।’
আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর থেকে অর্জুনের সঙ্গে লিভইনে আছেন মালাইকা আরোরা। দুজনেই একে-অপরকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন একাধিকবার। যদিও সেটা কবে তা জানায়নি কেউ। মাঝে দুজনের বিচ্ছেদের খবর একাধিকবার শোনা গেলেও বয়সে ১১ বছরের বড় মালাইকাকে মোটেও পছন্দ করে না অর্জুনের পরিবার।
মাঝে খবর রটে অর্জুন কাপুরের সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমের গুঞ্জন। তবে এসব খবরের মাঝেই জানা যায় একবার ডিনার ডেটে যান অর্জুন আর মালাইকা। তবে, সম্পর্ক আছে না শেষ হয়ে গেছে তা নিয়ে দুপক্ষই মুখ বন্ধ রেখেছে।