নতুন প্রেমে পড়েছেন নার্গিস ফাখরি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ এএম

ছবি: সংগৃহীত

নতুন প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এক গণমাধ্যমকে নার্গিস জানিয়েছেন, কেউ একজন তার জীবনে এসেছেন। তার সঙ্গে তিনি খুব খুশি। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি অভিনেত্রী। তার কথায়, ওই ব্যক্তি জীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তিনি। নিজেকে পার্টনার পারসন হিসেবে উল্লেখ করেছেন নার্গিস। যার যত্ন নেন, তার সঙ্গে সব কিছু ভাগাভাগি করে করতে পছন্দ করেন।
২০১৩ সাল থেকে ‘ধুম’ খ্যাত অভিনেতা ও পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরবর্তীতে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ’আমাকে তখন ওই সম্পর্ক নিয়ে কথা বলতে বারণ করা হয়েছিল। না হলে আমি বাড়ির ছাদ থেকেই জোর গলায় সবাইকে জানিয়ে দিতাম—আমি এত ভালো মনের এক মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছি।’ ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের।
সম্প্রতি ‘তাতলুবাজ’ ছবির মাধ্যমে ওটিটিতে যাত্রা করেছেন নার্গিস। ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘আমাকে ভুল ভাবা হতো, কারণ প্রত্যেকে যেটা করত আমি সেটা করতাম না। আমি সবসময় নিজের পথে চলার চেষ্টা করেছিলাম। লোকে সেটাই অদ্ভুত ভাবত’। কাশ্মিরে জন্ম নেয়া এলএ-ভিত্তিক ব্যবসায়ী টোনি বেগের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে নার্গিসকে।
উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবি। ইমতিয়াজ আলির ’রকস্টার’। ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ’রকস্টার’ দিয়েই বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার।