আরবাজের বিয়েতে কারা ছিলেন অতিথির তালিকায়?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ এএম

ছবি: জুম টিভি

বিয়ে করছেন আরবাজ খান। মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তা-ও বেশ কয়েক বছর কেটে গিয়েছে। মাঝে চার বছর সম্পর্কে ছিলেন ইতালিয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে। চলতি বছরই সম্পর্ক ভেঙেছে জর্জিয়া-আরবাজের।
তবে এ বার সোজা বিয়ে করতে চলেছেন অভিনেতা। কানাঘুষো চলছিলই ২৪ ডিসেম্বর বিয়ে করবেন আরবাজ। বেলা গড়াতেই বোন অর্পিতা খানের বাড়িতে সবার প্রথমে পৌঁছান আরবাজ। তারপর ঢোকেন মালাইকা-আরবাজের ছেলে নিরহান। আর কারা কারা থাকছেন এই বিয়েতে?
বলিপাড়ার রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করছেন অভিনেতা। পাটনা শুক্লা’-র সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি বন্ধুত্ব তৈরি হয় আরবাজ এবং সুরার মধ্যে। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। বলিপাড়ার অন্দরের খবর, নিজেদের প্রেমকে পরিণতি দিতে আগ্রহী তাঁরা দু’জনেই। সেই কারণেই নাকি তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি নিয়েছেন তাঁরা। কানাঘুষো, বড়দিনের এক দিন আগে ব্যক্তিগত পরিসরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ এবং সুরা।
সেই মতে আরবাজের বিয়েতে উপস্থিত রয়েছে গোটা খান পরিবার। বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন-সহ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সালমানের চর্চিত বান্ধবী ইউলিয়া ভন্তুর। আলোকচিত্রীদের দেখে হাসি মুখে পোজও দেন ইউলিয়া। সাদা গাড়িতে গোলাপি রংয়ের হিজাবে মুখে ঢেকে অর্পিতার বাড়িতে পৌঁছান আরবাজের হবু স্ত্রী। বোঝাই যাচ্ছে একেবারে ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নিকাহ্ সারছেন আরবাজ। পা দিতে চলেছেন নতুন এক জীবনে।