×

বিনোদন

টাকার অভাবে এমবিএ পড়েননি সিদ্ধার্থ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৭, ০২:২০ পিএম

   
বলিউডের এই সময়ের জনপ্রিয় একজন নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। নামি পরিচালক করণ জোহারের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে যিনি লাইমলাইটে চলে আসেন। ইন্ডাস্ট্রিতে এখন মোটামোটি বড় একজন তারকা তিনি। এই সিদ্ধার্থই নাকি টাকার অভাবে এমবিএ ডিগ্রি অর্জন করতে পারেননি। সম্প্রতি একটি ভারতীয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জীবনের এমন কষ্টের কথা জানান নায়ক। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু কিনা এমন প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেন, ‘ঠিক মডেল হওয়ার কথা কোনোদিনও ভাবিনি। সেই সময় টাকার অভাবে এমবিএতে ভর্তি হতে পারিনি। হাতে কোনো কাজ ছিল না বলে পকেটমানির জন্যে ম়ডেলিং শুরু করি। পরে অবশ্য সহকারী পরিচালকের কাজও করেছি। সেখান থেকেই অভিনয়ে আসা।’ পরপর ফ্লপের পর সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ইত্তেফাক’। বক্স অফিসে মোটামোটি ভালোই ব্যবসা করেছে ছবিটি। তবে ছবি ফ্লপ হলে কীভাবে নিজেকে সামলান- এমন প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমার মনে হয়, সাফল্যের চেয়ে ব্যর্থতায় নিজেকে সামলানো অনেক বেশি সহজ। যখন মানুষ ব্যর্থ হয় তখন ঘুরে দাঁড়িয়ে আবার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সাফল্য পেলেই জীবনে অনেকগুলো রাস্তা খুলে যায়। সে সময় মাথা ঠান্ডা রেখে ঠিক পথটা বেছে নেয়াই আসল চ্যালেঞ্জ।’ নায়ক আরো বলেন, ‘যখন ছবিগুলো চলে না, ফ্লপ হয়, সেগুলো থেকে অনেক কিছু শিখি। অভিনয়টা আরো উন্নত করার চেষ্টা করি। আশা করি, ‘ইত্তেফাক’এ যেটা পেরেছি, সেটা আরো ভাল করে পরের ছবিগুলোয় করতে পারব।’ উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্র, সোনাক্ষী সিনহা ও অক্ষয় খান্না অভিনীত ‘ইত্তেফাক’ ছবিটি মুক্তি পায় গত ৩ নভেম্বর। থ্রিলারধর্মী এ ছবিটির পরিচালনার চেয়ার ছিলেন অভয় চোপড়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন করণ জোহর, অভয় চোপড়া এবং শাহরুখ খানের স্ত্রী গৌরি খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App