ভারতীয় বিমানবাহিনীকে সমর্থন করায় বিতর্কে প্রিয়াঙ্কা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৯:১১ পিএম

ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসেবে কর্মরত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে তার দায়িত্ব থেকে অপসারনের জন্য অনলাইনে আবেদন শুরু করেছে পাকিস্তান।
এরই মধ্যে ইউরোপীয়ন ইউনিয়ন এবং ইউনিসেফে’র কাছেও এই আবেদন করা হয়েছে। তাতে স্বাক্ষর করেছেন কয়েক হাজার পাকিস্তানী নাগরিক।
প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্ক শুরু হয় গত সপ্তাহে। পুলওয়ামায় হামলার প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বিমানবাহিনী। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতীয় বাহিনী ফাঁকা জায়গায় বোমা ফেলে পালিয়ে গেছে বলে দাবী করা হয়। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর কৃতিত্বে উৎসবে মেতে ওঠে গোটা ভারত। সামাজিক মাধ্যমে অনেকেই বিমানবাহিনীকে অভিনন্দন জানান। বাদ পড়েন না বলিউডের শিল্পীরাও। প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক মাধ্যম টুইটারে ভারতীয় বিমানবাহিনীকে ‘জয় হিন্দ’ বলে অভিনন্দন জানান।
প্রিয়াঙ্কার এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক।